[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জামান টাওয়ারের আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ৯:২৬ এএম

ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও ৯টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, বাকিগুলোর কাজ করার প্রয়োজন হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ভবনের চারতলা ও পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর