ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।
ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।
একই রাতে, যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পূর্বশত্রুতার জেরে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে বিবির বাগিচা ছাপড়া মসজিদ বাসার সামনে এ ঘটনা ঘটে।। আহত অবস্থায় স্বজনরা ইকবালকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী একসময় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার দিন রাতে উজ্জ্বল নামে এক পরিচিত ব্যক্তি তাকে ফোনে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন ইকবালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ইকবালের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: