রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া আমবাগান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, মেয়েকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা সীমাকে আক্রমণ করে।
তারা তার কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে মিটফোর্ড হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।
সেখানে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী, ফল ব্যবসায়ী আক্তার হোসেন জানান, তিনি দোকানে ছিলেন। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। তার স্ত্রীর কানের দুল, গলার স্বর্ণের চেইন ও কিছু টাকা খোয়া গেছে বলে জানান তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: