প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১:৫৪ এএম
রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় দেশীয় অস্ত্র হাতে সশস্ত্র একদল দুর্বৃত্তের মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চবিদ্যালয়ের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দলটি আশপাশের দোকানে ভয়ভীতি প্রদর্শন করছিল, ফলে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং পথচারীরা নিরাপদ স্থানে সরে যান। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সতর্কতা জারি করেন, এতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর ভাষ্যমতে, সশস্ত্র ব্যক্তিরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট সেখানে অবস্থান করার পর রায়ের বাজারের দিকে চলে যায়। তবে কোনো হামলা বা লুটপাটের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মোহাম্মদপুরের দিক থেকে আসা একদল সশস্ত্র ব্যক্তি শংকর এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা এলাকা ত্যাগ করে।
তিনি আরও বলেন, “দুর্বৃত্তদের পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ভয়ভীতি প্রদর্শনের জন্য করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: