রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক সোনা ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়।
হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, আনোয়ার হোসেন রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে এসে কয়েকজন তার গতিরোধ করে।
এ সময় তারা তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়। পরে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ব্যবসায়ীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে।
প্রতিদিনের মতো তিনি দোকান থেকে বাসায় ফিরছিলেন, তখন তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। তারা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ছুরিকাঘাত করে।
ওসি আরও জানান, ভুক্তভোগী জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ লুট করা হয়েছে। এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: