[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

খিলগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ৮:২৫ পিএম

ফাইল  ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তার পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে একটি স’ মিলে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পাই। প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়, পরে আগুনের ভয়াবহতা বুঝে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।”

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তের আগে কোনো ধারণা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের দোকানগুলোর মালিকরা তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর