[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

২১ ফেব্রুয়ারি যেসব সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৪ এএম

ফাইল ছবি

২১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রন করা হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার জানিয়েছেন, ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ৩টা পর্যন্ত শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চানখাঁরপুল, পলাশী ও বকশীবাজার ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ থাকবে এবং কিছু সড়কে রোড ডাইভারশন কার্যকর করা হবে।

এছাড়া, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকারী ব্যক্তিদের জন্য নির্দিষ্ট রুট অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

প্রবেশ পথ: পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে শহীদ মিনারে প্রবেশ।

প্রস্থান পথ: শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে বের হতে হবে।

ডিএমপি জানিয়েছে, শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চানখাঁরপুল, পলাশী ও বকশীবাজার ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

সবার সহযোগিতায় শহীদ দিবসের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর