শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে জনস্রোত।
সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ফুল হাতে শহীদ মিনারে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের প্রবেশ পথ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে।
শ্রদ্ধা জানাতে আসা অনেকেই বলছেন, ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায়ের পথ দেখিয়েছে এবং আজও সেই চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হচ্ছে।
আজিমপুর থেকে আসা মাহিমুল হক বলেন, "প্রতি বছর একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে আসি।
আমাদের পূর্বসূরীরা যদি ভাষার জন্য জীবন না দিতেন, তাহলে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারতাম না।"
ধানমন্ডি থেকে আসা রওফুন আক্তার বলেন, "বাংলা আমার মায়ের মুখের ভাষা, এতে কথা বলতে পারা আমার জন্য গর্বের। ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।"
দিবসটি কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, যাতে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্নে সম্পন্ন হয়।
এসআর
মন্তব্য করুন: