রাজধানীর উত্তরার একটি বাসা থেকে চীনের এক নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চীনা নাগরিকের নাম ওয়াং বু (৩৭)।
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাদ্দাম হোসেন জানান, নিহত ওয়াং বু তার সহকর্মীদের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত ১২টার পর তার সঙ্গে আরও দু-তিনজন চীনা নাগরিক বাসায় প্রবেশ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিরাই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াং বু এক মাস আগে সহকর্মীদের নিয়ে এই বাসায় ওঠেন এবং বাংলাদেশে প্রায় ৯ বছর ধরে পার্টনারশিপে পাথরের ব্যবসা করছিলেন।
ঘটনার পর তার সহকর্মীরা বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দুই চীনা নাগরিককে বাসায় প্রবেশ ও কিছু সময় পর বের হয়ে যেতে দেখা গেছে। তবে এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে।
এসআর
মন্তব্য করুন: