[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ঢাকা দক্ষিণ সিটির ১০ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৩৩ পিএম

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসসিসির বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত চতুর্থ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের অনুমোদন দেয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে এবং স্থানীয় সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে কিছু প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পূর্বের নামে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবর্তিত নামের তালিকা

১. ইনার রিং সড়ক – পূর্বে ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’
2. ঝাউচর প্রধান সড়ক – পূর্বে ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’
3. কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক – পূর্বে ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণি’
4. কলাবাগান শিশু পার্ক – পূর্বে ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’
5. যাত্রাবাড়ী শিশু পার্ক – পূর্বে ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’
6. কামরাঙ্গীরচর ব্রিজ – পূর্বে ‘মেয়র শেখ তাপস সেতু’
7. শহীদ জিয়া শিশু পার্ক – পূর্বে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’
8. গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র – পূর্বে ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’
9. সরাফতগঞ্জ পার্ক – পূর্বে ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’
10. কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র – পূর্বে ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘নাগরিকদের চাহিদা ও বাস্তবতার আলোকে এসব পরিবর্তন আনা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নগর উন্নয়নকে এগিয়ে নিতে চাই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর