রাজধানীর উত্তরায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি সম্পর্কে স্বামী-স্ত্রী নন, তারা সহকর্মী।
এমনটাই দাবি করেছেন মেহবুল হাসানের স্ত্রী শম্পা বেগম।
আজ (১৯ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমের লাইভে শম্পা জানান, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে।
তিনি অভিযোগ করেন, ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তবে তারা বিয়ে করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
শম্পা আরও জানান, মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করায় তিনি হুমকি পেয়েছেন।
এ সময় লাইভ চলাকালে মেহবুল হাসান তাকে ফোন করে বলেন, ‘তুই মিডিয়াতে থাক, মিডিয়াতে তুই বউ হয়ে আয়।’
উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি একদল তরুণের হামলার শিকার হন।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এ ঘটনায় জড়িত চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে হামলাকারীদের শাস্তির দাবি জানান।
তবে শম্পা বেগম দাবি করেছেন, নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে তার স্বামীর বৈধ কোনো সম্পর্ক নেই এবং এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা।
তিনি তার দাবি প্রমাণের জন্য বিয়েসংক্রান্ত নথিপত্রও রয়েছে বলে জানান।
এসআর
মন্তব্য করুন: