[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর স্টেশনে সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ৭:২৬ পিএম

ফাইল  ছবি

ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশের সহায়তায় এক গৃহবধূ ফুটফুটে কন্যাশিশুর জন্ম দিয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনযোগে রাজধানী আসা রুমা আক্তার (২২) নামের ওই নারী হঠাৎ প্রসববেদনায় আক্রান্ত হন। রেলওয়ে পুলিশ বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ নেয়। প্ল্যাটফর্মের একটি অংশ প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঘিরে, রেলওয়ে পুলিশের সহায়তায় সেখানে রুমা আক্তারের সন্তানের জন্ম হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন এবং চিকিৎসার জন্য তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর