[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

যেখানে-সেখানে’ যাত্রী তোলার দাবিতে সড়ক অবরোধ বাস শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২:২০ পিএম

ফাইল ছবি

রাজধানীতে নির্দিষ্ট কাউন্টার ছাড়া অন্যান্য স্থান থেকেও যাত্রী তোলার অনুমতিসহ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা।

আজ সোমবার দুপুর ১২টার পর সায়দাবাদের জনপদের মোড় এলাকায় এ বিক্ষোভ শুরু হয়, যার ফলে সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে শ্রমিকরা জনপদের মোড়ে জড়ো হতে থাকেন।

পরে শতাধিক শ্রমিক একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন এবং দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার প্রভাব আশপাশের এলাকাতেও পড়ে।

বাস শ্রমিকদের দাবি, যাত্রী ওঠানামার জন্য শুধু নির্ধারিত কাউন্টার ব্যবস্থার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, যাতে তারা নির্দিষ্ট স্টপেজ ও প্রয়োজনীয় স্থান থেকে যাত্রী তুলতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর