[email protected] মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৩১ পিএম

ফাইল ছবি

চার দফা দাবি আদায়ের জন্য শাহবাগ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা লং মার্চ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন।

এতে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন নওগাঁ ম্যাটসের মেহরাব (২০), প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটসের শিহাব (২০) এবং কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত অবস্থায় শিক্ষার্থীরা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাসের নামে তাদের সঙ্গে প্রতারণা করছে। তারা দাবি করেছেন, “আমরা আর কোনো ধরনের মুলা ঝোলানোর প্রলোভন চাই না, আজই ম্যাটস বৈষম্যের সমাধান চাই। রাজপথে আন্দোলন করতেই হবে না।”

এর আগে, শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে তারা বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে দুপুর পৌনে ৩টার দিকে ম্যাটস শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান বিশেষ সহকারী মুহাম্মদ তুহিন ফারাবী। তবে, বেশ কিছু শিক্ষার্থী ওই সময় ‘ভুয়া’ স্লোগান দেওয়া শুরু করলে তাদের থামাতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা আহ্বান জানান। এরপর তুহিন ফারাবী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর