রাজধানীর ধানমণ্ডির আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড়ে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
সংঘর্ষের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংঘর্ষের পেছনে কোনো পূর্ববিরোধ বা নতুন কোনো ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: