[email protected] বুধবার, ৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১

সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয়: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ৭:২৯ পিএম

ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের শক্তির সামনে রাষ্ট্রের কোনো সংস্থা, প্রশাসন কিংবা রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারবে না।

তিনি বলেন, “ধানমন্ডি ৩২-এ যা ঘটেছে, তা থেকে শিক্ষা নেওয়া উচিত। জনগণই সর্বশক্তিমান। কোনো সংস্থা, সেনাবাহিনী বা সরকারি বাহিনী জনগণের চেয়ে শক্তিশালী হতে পারে না।”

 

ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমলারা যদি মনে করেন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে ভারত বা ধানমন্ডি ৩২-এর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিরাপদে থাকবেন, তবে তারা ভুল করছেন। ঠিক যেমন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তেমনিভাবে আমলাদেরও অপ্রাসঙ্গিক করে দেওয়া হতে পারে।”

 

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “হাসিনা মনে করেছিলেন তিনি অপরিবর্তনীয়, তাঁর কোনো বিকল্প নেই। কিন্তু জনগণ সবসময় বিকল্প খুঁজে নেয়। আমলারা যদি মনে করেন তাঁদের বিকল্প নেই, তবে তাঁরা জনগণের শক্তি অনুধাবন করেননি। জনগণ অবশ্যই তাঁদের বিকল্প খুঁজে নেবে।”

 

দেশের ভবিষ্যৎ বিনির্মাণে আমলাদের দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের পরিবর্তনের চাহিদার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। গণতান্ত্রিক রূপান্তরের জন্য সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ জরুরি। জনগণ রাষ্ট্রের কাছে বেশি কিছু চায় না— শুধু নিরাপত্তা, শিক্ষা, ঘুষমুক্ত প্রশাসন, ব্যবসার স্বাধীনতা ও জীবনযাত্রার সহজীকরণ। এসব দিতে ব্যর্থ হলে জনগণ তার জবাব দেবে।”

 

তিনি আরও সতর্ক করে বলেন, “আজ না হোক, ১০ বা ২০ বছর পরেও সচিবালয়ের পরিণতি যদি ধানমন্ডি ৩২ বা গণভবনের মতো হয়, তবে সেটি দুঃখজনক হবে। এখনই শিক্ষা নেওয়া জরুরি।”

বাংলাদেশের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, “যারা জনগণের বিপক্ষে গেছে, তাদের পালিয়ে যেতে হয়েছে। জনগণকে উপেক্ষা করলে প্রশাসন বা কোনো রাজনৈতিক শক্তিই টিকে থাকতে পারবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট হতে হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর