[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ধানমণ্ডি ৩২-আনা হলো গরু, হবে ভুড়িভোজ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৪:১২ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ৪:১৫ পিএম

ফাইল ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২-এ একদল উৎসুক জনতা একটি গরু নিয়ে এসেছে এবং সেখানে ভোজের আয়োজনের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ধানমণ্ডি ৩২-এ একটি গরু আনার দৃশ্য দেখা যায়। উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দেয়।

আয়োজকদের একজন জানিয়েছেন, গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কেনা হয়েছে এবং বিকেলেই জবাই করা হবে।

তিনি আরও বলেন, তারা এই আয়োজনের মাধ্যমে একটি বার্তা দিতে চান, তবে সেই বার্তা নিয়ে ভিন্নমত রয়েছে।

উল্লেখ্য, বুধবার রাত থেকে ধানমণ্ডি ৩২-এর একটি স্থাপনা ভাঙার কাজ শুরু হয়, যা বৃহস্পতিবার সকালেও চলতে দেখা গেছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর