[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শিশুমেলা মোড়ে আন্দোলনে আহতরা, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৪৫ পিএম

উন্নত চিকিৎসার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন গণঅভ্যুত্থানে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর শিশুমেলা মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর ফলে মিরপুর রোড, শ্যামলী থেকে আগারগাঁওগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি।

শনিবার রাতেও তারা সড়কে নামলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই তারা আন্দোলন আরও জোরদার করতে পঙ্গু হাসপাতালের সামনে থেকে শিশুমেলা মোড়ে এসে অবস্থান নিয়েছেন।

পুলিশের ব্যবস্থা

সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে। শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সহকারী কমিশনার উদয় কুমার সাহা জানান, ছোট যানবাহনগুলোকে ৬০ ফিট দিয়ে এবং বড় গাড়িগুলোকে পাসপোর্ট অফিসের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীদের বক্তব্য

আন্দোলনকারী মোহাম্মদ শরীফ বলেন, "রাস্তা অবরোধে মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের জন্য আর কোনো পথ খোলা নেই। আহতদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, অথচ কেউ খোঁজ নিচ্ছে না।"

আন্দোলনের নেতা কোরবান শেখ হিল্লোল বলেন, "বিদেশি ডাক্তাররা আমাদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখিয়েছেন, কিন্তু সংশ্লিষ্টরা গুরুত্ব দিচ্ছেন না। তাই আমাদের বাধ্য হয়ে আবার রাস্তায় নামতে হয়েছে।"

উল্লেখ্য, গত নভেম্বরে একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন গণঅভ্যুত্থানে আহতরা। সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হলেও আন্দোলনকারীদের অভিযোগ, তারা পর্যাপ্ত সহায়তা ও মানসম্মত চিকিৎসা পাচ্ছেন না

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর