রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিতব্য কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে দরবারের পীর শাহ সূফী হজরত সৈয়দ জাকির শাহ-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে, ২৭ জানুয়ারি ফার্মগেট এলাকায় ওরস বন্ধের দাবিতে মানববন্ধন করেন শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দারা।
এ সময় ওরস উপলক্ষে স্থাপিত কিছু অস্থায়ী স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং একপর্যায়ে আনোয়ারা মাঠের সামনে স্থাপিত ওরসের গেট ও প্যান্ডেলের দিকে অগ্রসর হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে সরে যাওয়ার নির্দেশ দেয়।
প্রসঙ্গত, ৩০ ও ৩১ জানুয়ারি ফার্মগেটের ৩৪ ইন্দিরা রোডে কুতুববাগ দরবার শরিফের ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটি স্থগিত করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: