ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-কে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে দৈনিক ভোরের আকাশ।
আজ রোববার (২৬ জানুয়ারি) ডিআরইউ সভাকক্ষে দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।
ইলিয়াস খান বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমাদের প্রাণের সংগঠন। ভোরের আকাশ পরিবারের পক্ষ থেকে ডিআরইউর পাশে থাকতে পেরে খুবই আনন্দিত।
ভবিষ্যতেও ডিআরইউ’র পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় সভাপতি আবু সালেহ আকন দৈনিক ভোরের আকাশ পরিবার ও ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসআর
মন্তব্য করুন: