[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মিরপুরে বাটার শো রুমে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ২:৩০ এএম

ফাইল ছবি

জধানীর মিরপুর ৬ নম্বরে বাটার একটি শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 রবিবার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। রাতেই ঘটনাস্থলে গিয়ে তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শো রুমের আশপাশের ব্যবসায়িক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ নির্ণয় এবং পরবর্তী পদক্ষেপের জন্য তদন্ত চলবে। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর