[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ট্যানারির গোডাউনে অগ্নিকাণ্ড: ফায়ার সেফটি প্ল্যানের অভাব ছিলো বড় বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫ ৬:৩৭ পিএম

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে কাঁচাবাজার সংলগ্ন একটি ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজধানীর হাজারীবাগে কাঁচাবাজার সংলগ্ন একটি ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছিল। সেখানে জুতা, প্লাস্টিক ও লেদার কারখানার দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ভবনটি অত্যন্ত পুরোনো এবং এতে কোনো ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না। মালিকপক্ষকে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরু রাস্তা, পানির সংকট এবং উৎসুক জনতার ভিড় আগুন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর