[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মেট্রোরেলের দরজায় আটকা পড়লেন নারী, সাময়িক বিঘ্ন মেট্রো চলাচলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ১২:৪৮ পিএম

ফাইল ছবি

ঢাকার শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে দুই নারী যাত্রী প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মাঝে আটকা পড়ায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

মেট্রোরেল সূত্রে জানা যায়, দরজার টেকনিক্যাল সমস্যার কারণে অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, ফলে ট্রেন চলাচলে প্রায় ২৮ মিনিটের বিলম্ব হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৩১ মিনিটে শেওড়াপাড়া স্টেশনে থেমে থাকা মেট্রোরেলের মহিলা বগিতে দুই নারী যাত্রী প্ল্যাটফর্ম গেট এবং ট্রেনের দরজার মাঝে আটকা পড়েন।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, “ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায় দরজা ঠিকমতো বন্ধ হচ্ছিল না।

ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। এ জন্য আমরা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। টেকনিক্যাল টিম ইতোমধ্যে সমস্যার সমাধান করেছে।”

ডিএমটিসিএল পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ জানান, “গেটে যাত্রী আটকে যাওয়ার ঘটনায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। বিষয়টি সমাধান করে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।”

এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সতর্ক থাকার কথা জানিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর