[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান: ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৩:১৬ এএম

ফাইল ছবি

কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং তাদের জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক নির্দেশনা:
১. গাবতলী দিয়ে আগত যানবাহন: মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলা মাঠে পার্কিং করতে হবে।

২. সায়েদাবাদ ও যাত্রাবাড়ী দিয়ে আসা যানবাহন: ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ক্যাম্পাস এলাকায় পার্কিং করতে হবে।

৩. আব্দুল্লাহপুর দিয়ে প্রবেশকৃত যানবাহন: ৩০০ ফুট এলাকায় পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগরের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং যানজট এড়াতে অনুষ্ঠানে আসা সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এই কর্মসূচিকে ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর