[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে আগুন, নিয়ন্ত্রণে ১৮ টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ৩:৪২ এএম
আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ৩:৪৭ এএম

ফাইল ছবি

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, "রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর দুই মিনিট পরই সচিবালয়ে অবস্থানরত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে আরও ১৮ টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।"

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার পরপরই সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আগুন নেভানোর কাজ তদারক করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ফায়ার সার্ভিস এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর