[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ছিনতাইকারী সন্দেহে ৯৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪ ৪:৪১ পিএম

প্রতীকি ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯৩ জন ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার হয়েছেন।

রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার এই অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগ অংশ নেয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানের সময় রমনা বিভাগ ৮ জন, মতিঝিল ১৪, লালবাগ ২৬, ওয়ারী ১০, তেজগাঁও ১৯, মিরপুর ৪, উত্তরা ৮ এবং গুলশান বিভাগ ৪ জন সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।

ডিএমপির পক্ষ থেকে শহরের নিরাপত্তা জোরদার এবং ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর