[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিল ডিএমটিসিএল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ১:০৬ এএম

ফাইল ছবি

এখন থেকে চাহিদামতো সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি ও অন্যান্য সেবা পুনরায় চালু করেছে কর্তৃপক্ষ।

মেট্রোরেল যাত্রীদের জন্য নতুন সুখবর ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

শনিবার (২১ ডিসেম্বর) ডিএমটিসিএল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সিঙ্গেল জার্নি টিকিটসহ অন্যান্য সেবা চালু
স্ট্যাটাসে জানানো হয়, ২১ ডিসেম্বর থেকে মেট্রোরেল স্টেশনগুলোতে চাহিদামতো সিঙ্গেল জার্নি টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে র‍্যাপিড পাস এবং এমআরটি পাস বিক্রি ও রিচার্জের সেবাও আবার চালু হয়েছে।

ডিএমটিসিএল তাদের যাত্রীদের সানন্দে ভ্রমণের আহ্বান জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এর আগে, সিঙ্গেল জার্নি টিকিট এবং এমআরটি পাসের সংকটের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছিল। অনেক যাত্রী টিকিট না পেয়ে স্টেশন থেকে ফিরে যেতে বাধ্য হন। তবে এই ঘোষণার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা হয়েছে।

ডিএমটিসিএল-এর নতুন এই উদ্যোগ মেট্রোরেল যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আনন্দদায়ক করবে বলে আশা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর