[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

পূর্বাচলের ৩০০ ফুট সড়ক: রাতে বেপরোয়া গাড়ির গতিতে বাড়ছে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪ ২:১০ এএম

ফাইল ছবি

পূর্বাচলের ৩০০ ফুট সড়ক দিন দিন ভয়ংকর রূপ ধারণ করছে।

বিশেষ করে উচ্ছৃঙ্খল বাইকার ও দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে

কয়েক বছর আগে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এ সমস্যার নিয়ন্ত্রণে আনলেও তা স্থায়ী হয়নি। অভিযান বন্ধ হওয়ার পর থেকেই বাইকারদের রেস এবং দ্রুতগতির যানবাহনের চলাচল আবারও বেড়ে গেছে।

এই সড়কে পুলিশের চেকপোস্ট থাকলেও উচ্চগতি ও নিয়ম না মানার কারণে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসছে না। খোঁজ নিয়ে জানা গেছে, গত পাঁচ বছরে এখানে ৭৪ জনের প্রাণহানি ঘটেছে। শুধু ২০২৪ সালে মারা গেছেন ১২ জন। গত তিন দিনেই নিহত হয়েছেন পাঁচজন।

সড়কজুড়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, দ্রুতগতির গাড়ি এবং হেলমেটবিহীন বাইকারদের কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বরে যৌথ বাহিনীর অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয় এবং ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল।

অভিযানের সময় ২০০টি গাড়িকে অতিরিক্ত গতির জন্য সতর্ক করা হয়। ট্রাফিক আইন ভাঙার দায়ে ১৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ১৪টি গাড়ি রেকার করে নিয়ে যাওয়া হয়। তবে অভিযান বন্ধ হয়ে যাওয়ায় দ্রুতগতি ও স্টান্টবাজি আবার বেড়ে গেছে।

গত ১৭ ডিসেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সুজনা ও তার বন্ধু কাব্য মারা যান। ১৮ ডিসেম্বর ভূঁইয়া বাড়ি সেতুর সামনে আরও দুই মোটরসাইকেল আরোহী শিপন ও রউফ নিহত হন। সর্বশেষ ১৯ ডিসেম্বর রাতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের ছাত্র মুহতাসিম মাসুদ মারা যান।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘চেকপোস্ট পরিচালনার জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই। ফলে একসঙ্গে অনেক বাইকার এলে তাদের থামানো সম্ভব হয় না।

বিশেষ করে রাতের বেলা সড়ক ফাঁকা থাকায় গতি বাড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।’

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, সড়কটির একটি অংশ ডিএমপি এবং আরেকটি অংশ রূপগঞ্জ থানা দেখে।

যদিও সড়কে চেকপোস্ট আছে, তারপরও দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, ‘বেশির ভাগ দুর্ঘটনার জন্য বাইকাররাই দায়ী। শিগগিরই যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।’

উচ্চগতির যানবাহন এবং আইন না মানা চালকদের কারণে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক একটি বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে। প্রয়োজন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর