[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে আপাতত বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ৪:১৪ পিএম

ফাইল ছবি

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এই আদেশের ফলে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয়পক্ষের আইনজীবীরা।

এর আগে, ১৯ নভেম্বর হাইকোর্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে একটি রুলসহ আদেশ দেন। ওই আদেশে ঢাকা মহানগরের সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা সীমিত করার নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

সরকারপক্ষ এই আদেশ স্থগিত চেয়ে রোববার আপিল বিভাগে আবেদন করে। আজ সোমবার সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর