[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪ ৫:৩৩ পিএম

ফাইল ছবি

রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় বুধবার বিকেলে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিকেল সোয়া ৩টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে এখনো চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানোর অভিযোগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এরপর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান ফটকের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

সংঘর্ষ চলাকালীন ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে দুই কলেজের চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতরা হলেন সিটি কলেজের শাহরিয়ার (২১) ও নূর হোসেন (২৪) এবং ঢাকা কলেজের মো. তুষার (১৮) ও অনিম (২১)।

জানা গেছে, কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়। অন্যদিকে, ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিন বিক্ষোভ করছিলেন।

দুপুরের দিকে ঢাকা কলেজের একটি বাসে সায়েন্সল্যাব এলাকায় ভাঙচুরের ঘটনা সংঘর্ষের সূত্রপাত করে। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তবে শিক্ষার্থীদের ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি মোকাবিলায় বেগ পেতে হচ্ছে।

সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর