[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪ ১:৫৬ পিএম

ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে তিতুমীর কলেজ থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থী একটি মিছিল বের করেন।

মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা রেলপথ ও সড়ক অবরোধ করেন, ফলে ওই এলাকায় যান ও ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি এসে তাদের দাবির বিষয়ে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। তাদের বক্তব্য অনুযায়ী, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘটনাস্থলেই উপস্থিত হয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

তারা আরও জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের বিষয়েও তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

এর আগে একই দাবিতে তারা একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

ঘটনাস্থলে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাখালী রেলক্রসিং এলাকায় রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এছাড়া মহাখালী ও এর আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর