[email protected] বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ৪:৪১ পিএম

ফাইল ছবি

রাজধানীর কচুক্ষেত এলাকায় বেতন-ভাতা এবং কর্মস্থলের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করতে গেলে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়, যখন পোশাক কারখানা ক্রিয়েটিভ ডিজাইনার্স লিমিটেডের শ্রমিকরা মিরপুরের কচুক্ষেত সড়ক অবরোধের চেষ্টা করেন।

বিক্ষোভকালে শ্রমিকদের বাধা দিলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

সংঘর্ষের এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী কঠোর অবস্থানে যায় এবং পুরো এলাকা ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ করে।

ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর