[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

রাজধানীজুড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ৫:১২ পিএম

ফাইল ছবি

আজ বুধবার পূর্বঘোষণা অনুযায়ী ঢাকার বিভিন্ন স্থানে সাত কলেজের শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে।

সায়েন্স ল্যাবসহ বিভিন্ন স্থানে তাদের এ আন্দোলনের কারণে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

অনেক স্থানে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে, যা অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য করেছে।

দুপুর প্রায় ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করে। একই সময়ে মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নাজমুল হাসান জানান, "রাজধানীর সড়কগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত।

এক স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তার প্রভাব পুরো নগরীতে পড়ে। আজও তাই হয়েছে।" বেলা তিনটা পর্যন্ত বিভিন্ন এলাকায় যানজটের পরিস্থিতি চলছিল।

সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক, মহাখালী, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় যানজটের তীব্রতা বেশি দেখা গেছে। ট্রাফিক পুলিশ বিকল্প পথ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করলেও পুরোপুরি সমাধান সম্ভব হয়নি।

এদিকে, একই সময়ে চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে একদল শাহবাগে বিক্ষোভ করে।

শিক্ষা ভবনের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

যানজটের কারণে অনেকেরই যাত্রা ব্যাহত হয় এবং পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর