ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজগুলোকে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন।
শিক্ষার্থীদের এই অবরোধের কারণে আশপাশের এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করা তাদের যৌক্তিক দাবি। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নেওয়ায় এবং কেবল একটি সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাওয়ায় তারা ক্ষুব্ধ।
এক শিক্ষার্থী, তুষার হোসেন, বলেন, "আমরা অনেকদিন ধরে স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ পাইনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।"
এর আগে, গত ২২ সেপ্টেম্বর সাত কলেজের শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন এবং ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা, ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে স্মারকলিপি জমা দেন।
গত ২২ অক্টোবর সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে তিন দফা দাবি জানায়। শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি হলো:
১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন। ২. কমিশন ৩০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় গঠনের জন্য রূপরেখা প্রণয়ন। ৩. বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রক্রিয়ায় সেশনজট যেন তৈরি না হয়, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বর্তমান কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের প্রশাসনিক ও একাডেমিক সমস্যা নিরসনে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে, যা আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রস্তাবনা দেবে।
এসআর
মন্তব্য করুন: