আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই মিরপুর এলাকায় বিজিবির সদস্যরা টহল ও দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজিবি জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।
এদিকে একই দিন বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকার আদর্শ স্কুল মাঠে বড় আকারের জনসভার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই জনসভায় দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
নির্বাচনী কর্মসূচিকে ঘিরে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে বর্তমানে মিরপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: