জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–এর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশনের সামনে আয়োজিত ছাত্রদলের এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দিন বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ নিয়ে দেশের মানুষই সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত হবে। তার ভাষায়, “এই অভিযোগের বিচার দেশের বাইরে নয়, বাংলাদেশের মাটিতেই হবে।”
তিনি আরও দাবি করেন, জুলাই ও আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর উপদেষ্টা হিসেবে দায়িত্বে থেকেও আসিফ মাহমুদ বিপুল অঙ্কের অর্থের দুর্নীতিতে জড়িয়েছেন।ত্ররেএর্ররেত্তেএএ
নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করে নাছির উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন ছাত্রদল দেখে, সেখানে কোনোভাবেই জামায়াত-শিবির বা রাজাকারদের পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ক্ষমতায় আনার কোনো উদ্যোগ তারা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তাদের আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে তিনি জুলাই-আগস্টের আন্দোলনে সামনের সারিতে থাকা কিছু নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা পুনরুল্লেখ করেন।
এসআর
মন্তব্য করুন: