রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
হাফিজুর রহমান জানান, "মোহাম্মদপুর বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদী হাউজিং সোসাইটি ও আশপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্দেহভাজন ৪৫ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই কিশোর। যাচাই-বাছাই শেষে নির্দোষ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে।"
সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায় প্রতিদিন এসব অপরাধের নতুন নতুন খবর আসায় স্থানীয় বাসিন্দারা সন্ত্রাসমুক্ত এলাকার দাবিতে শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে তারা পুলিশকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেন।
এ বিষয়ে হাফিজুর রহমান আরও বলেন, “বাসিন্দাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি এবং আমাদের অভিযান চলমান থাকবে।”
শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই যৌথ অভিযানটি পরবর্তী ছয় ঘণ্টা ধরে চলে এবং এ সময়ের মধ্যে ছিনতাই ও ডাকাতি সংশ্লিষ্ট সন্দেহে ৪৫ জনকে আটক করা হয়।
এসআর
মন্তব্য করুন: