[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, ২ কর্মী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ১:৫৯ এএম

ফাইল ছবি

কমলাপুর রেলওয়ে স্টেশনের বহির্গমন পথের ডিজিটাল ডিসপ্লেতে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখার প্রদর্শনী নিয়ে দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোবারক হোসেন ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য একজন সিপাহী।

রেল কর্তৃপক্ষের দাবি, ডিসপ্লে সিস্টেমটি সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা হয়, যার ফলে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়।

যাত্রীদের অভিযোগ অনুসারে, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত স্ক্রিনে ওই বার্তা ভেসে ওঠে।

বিষয়টি জানার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত প্রদর্শন বন্ধের ব্যবস্থা নেয়। ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর