রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে একটি গ্যাস ভালভ ক্ষতিগ্রস্ত হয়ে লিকেজ সৃষ্টি হওয়ায় আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ক্ষতিগ্রস্ত চার ইঞ্চি ব্যাসের ভালভটি নতুন ভালভ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে এবং গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। তবে পাইপলাইন নেটওয়ার্কে চাপ পুরোপুরি স্থিতিশীল হতে কিছুটা সময় প্রয়োজন।
সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।
এর আগে সকালে তিতাস গ্যাস এক পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, গণভবনের সামনের মিরপুর রোড এলাকায় চার ইঞ্চি ব্যাসের গ্যাস লাইনের একটি ভালভ ফেটে লিকেজ তৈরি হয়। মেরামত কাজের কারণে বিতরণ নেটওয়ার্কের কয়েকটি ভালভ বন্ধ রেখে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ দেখা দেয়।
তিতাস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং ধীরে ধীরে সব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
এসআর
মন্তব্য করুন: