[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

তুচ্ছ অজুহাতে প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে বলে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির অভিযোগ, কিছু রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অসঙ্গতি দেখা যাচ্ছে এবং গুরুত্বহীন কারণ দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে।

 

রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই কার্যক্রম চলছে এ সময় কিছু জেলার রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। কোথাও কোথাও সামান্য ও অপ্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়ন বাতিলের ঘটনা ঘটছে।


তিনি বলেন, এমন কিছু ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে রিটার্নিং কর্মকর্তাদের ব্যক্তিগত এখতিয়ার অনুযায়ী ছাড় দেওয়ার সুযোগ ছিল

। বরং অতিরিক্ত কড়াকড়ির কারণে অনেক যোগ্য প্রার্থী নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি যথাযথভাবে দাখিল করার পরও যেসব বিষয় আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, সেগুলো দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে—যা গ্রহণযোগ্য নয়।

গোলাম পরওয়ার আরও বলেন, একটি নির্দিষ্ট মহলের প্ররোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, সে প্রশ্নও সামনে আসছে। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে—তা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হবে।
তিনি তুচ্ছ ও অযৌক্তিক কারণে প্রার্থিতা বাতিল না করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের প্রার্থিতা দ্রুত বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী মাঠ সমতল রাখার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর