[email protected] শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

কাওরান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারের কাঁচামালের আড়তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় চাঁদা আদায় করে আসছেন। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে এবং আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন।

তাদের ভাষ্য অনুযায়ী, মানববন্ধন চলাকালে হঠাৎ করে আব্দুর রহমানের অনুসারীরা সেখানে এসে হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করা হলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।


ব্যবসায়ীদের আরও অভিযোগ, ঘটনার সময় পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। তাদের দাবি, হামলার পরও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর