রাজধানীর লালবাগে হোসেন (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
তিনি স্থানীয় একটি চুড়ি কারখানায় কাজ করতেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে গুরুতর আহত অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হোসেনের বাবা শাহ আলমসহ পরিবার জানায়, লালবাগের শহীদ নগর ২ নম্বর গলিতে তারা ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর।
নিহতের বোন সুরাইয়া জানান, আগের দিন স্থানীয় যুবক আবির ও নীরবের মধ্যে লাঠিকে কেন্দ্র করে ঝগড়া হয়। সেখানে মধ্যস্থতা করতে গিয়ে হোসেন বিবাদ থামানোর চেষ্টা করেন। এ নিয়ে আবির ক্ষুব্ধ হয়ে ওঠে। রাতে হোসেন তার কাছে ক্ষমাও চেয়েছিল।
সুরাইয়ার দাবি, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গলিতে একা পেয়ে আবির ধারালো অস্ত্র দিয়ে হোসেনের বুকে ও পেটে একাধিক আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হোসেন আর বেঁচে নেই।
তিনি আরও বলেন,
“সাধারণ একটি ঘটনা নিয়ে আমার ভাইকে তারা হত্যা করল। তার দোষ ছিল শুধু ঝগড়া থামাতে চেয়েছিল। আবির এলাকায় প্রভাবশালী বাড়িওয়ালা এবং ছাত্রলীগ করায় অনেকদিন পলাতক থেকেছিল। কয়েকদিন আগে ফিরে এসে আমার ভাইকে হত্যা করল।”
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন,
“ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই ঘটনাটি ঘটেছে।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক না কেন, তদন্ত করে সকলকে আইনের আওতায় আনা হবে।
এসআর
মন্তব্য করুন: