রাজধানীর লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে হোসেন (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
তিনি স্থানীয় একটি চুড়ি কারখানায় কাজ করতেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হোসেন লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি মাদারীপুরে, বাবা শাহ আলম।
হোসেনের বোন সুরাইয়ার দাবি, এলাকায় আবির ও নীরব নামে দু’জনের মধ্যে সোমবার একটি লাঠিকে কেন্দ্র করে ঝগড়া হয়। এসময় হোসেন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
এতে আবির ক্ষুব্ধ হয়ে পড়ে। পরে রাতে হোসেন আবিরের কাছে দুঃখপ্রকাশ করলেও উত্তেজনা কমেনি।
সুরাইয়া জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গলিতে একা পেয়ে আবির তাঁর ভাইকে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন। তাঁর অভিযোগ, “একটি তুচ্ছ ঘটনা থেকে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, আবির এলাকার এক বাড়িওয়ালা পরিবারের সদস্য এবং দীর্ঘদিন এলাকা থেকে বাইরে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে এসে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ তাদের।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: