[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ ৩:২০ এএম

প্রতীকি ছবি

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে শাহনেওয়াজ (৩৮) নামে এক জন নিহত হয়েছেন।

পেশায় তিনি রেস্টুরেন্ট এন্ড কাবাব এর দোকানের কর্মচারী।

বুধবার (১৬ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১ টায়  তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। 

তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের প্রতিবেশী মোঃ শফিক বলেন, নিহতের শাহনেওয়াজ একটি রেস্টুরেন্ট ও কাবাব এর দোকানের কর্মচারী। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন।

রাত পোনে এগারোটার মোহাম্মদপুর হুমায়ুন রোড জেনেভা ক্যাম্পে গোলাগুলি হচ্ছিল সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে তাকে দিবাগত রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকৃত ঘোষণা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর