[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, নওগাঁর এনজিও পরিচালকের ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ১:৩৪ এএম

মিতালী ফাউন্ডেশন’-এর পরিচালক নাজিম উদ্দিন তনু  গ্রেফতার

নওগাঁয় এনজিও খুলে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬০০ কোটির বেশি আমানত আত্মসাৎ করার অভিযোগে ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’-এর পরিচালক নাজিম উদ্দিন তনু (৩৭)–কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ নিয়ে মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হলো।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ নভেম্বর নওগাঁ সদর মডেল থানায় প্রতারণার অভিযোগে তনুর বিরুদ্ধে মামলা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি গ্রাহকদের ‘মাসে এক লাখে ২ হাজার টাকা লভ্যাংশ’ দেওয়ার প্রলোভন দেখিয়ে আমানত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে কিছু গ্রাহক লভ্যাংশ পেলেও অধিকাংশই কোনো প্রাপ্তি পাননি।

মামলার এজাহারকারী জানান, তিনি ওই এনজিওতে ২০ লাখ টাকা আমানত রেখেছেন। এছাড়া ভুক্তভোগীদের প্রায় ১৫০ কোটি টাকা জমা রয়েছে বলে উল্লেখ করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮০০–এর বেশি গ্রাহক ৬০০ কোটিরও বেশি টাকার প্রতারণার শিকার হয়েছেন, যা যাচাই–বাছাই করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকদের অধিকাংশই নিম্নআয়ের মানুষ। ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয়।

গ্রাহকরা জমা রাখা অর্থ বা ঋণের টাকা তুলতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরে একপর্যায়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আর টাকা ফেরত দেওয়া হবে না। যারা টাকা আদায় করতে যান, তাদের তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

মামলাটি বর্তমানে সিআইডির নওগাঁ জেলা ইউনিট তদন্ত করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর