[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

এবার মূল আসামির প্রেমিকা শামীমা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১২:৩৪ এএম

সংগৃহীত ছবি

রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে খুন করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার ঘটনায় মূল আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে তাকে রাজধানীর একটি স্থান থেকে আলামতসহ আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব-৩ জানায়, হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা থাকার অভিযোগে শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলামতও জব্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে প্রধান আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব।

নিহত আশরাফুলের বোন শাহবাগ থানায় মামলা দায়ের করলে পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান শুরু করে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে মরদেহের পরিচয় নিশ্চিত করে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

পরিবার জানায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশরাফুল হক (৪২) কাঁচামালের ব্যবসা করতেন।

তিনি গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে ঢাকায় আসেন। বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে কথা হলেও তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপরই নিখোঁজের বিষয়টি পরিবারের সন্দেহ তৈরি করে।

হত্যার পেছনে পরকীয়াজনিত বিরোধই মূল কারণ বলে ধারণা করছে তদন্তকারী সংস্থাগুলো। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর