[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

পুরান ঢাকায় গুলি করে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ২:১১ পিএম

রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

 নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে এক পথচারী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর