রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মহসিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের আজিমপুর আর্মি ক্যাম্প (অজেয় চার)-এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, তেজকুনি পাড়ার অ্যাসিউরেন্স হাই স্কুলের একটি স্টোররুমে মাদক মজুত আছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালায় সেনা সদস্যরা। এ সময় স্টোররুম থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মহসিনকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নিকটবর্তী বাসায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে দরজার পাশে থাকা একটি ডাস্টবিনে লুকানো অবস্থায় আরও ৬৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুই দফা অভিযানে মোট ১,৩৩৬ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৬ হাজার ৪০০ টাকা, তিনটি মোবাইল ফোন, তিনটি এক লাখ টাকার চেক এবং ১০ লাখ টাকার একটি এফডিআর চেক জব্দ করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
তেজগাঁও থানার এসআই বাদশা বলেন, “সেনাবাহিনী অভিযানে ইয়াবা, নগদ টাকা ও অন্যান্য আলামতসহ এক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর
মন্তব্য করুন: