[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

শেখ হাসিনার বিচার সম্প্রচারে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ৪:২৩ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সে সময় আমাদের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয়।

এতে পেজটি সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে। তবে পরে আমরা সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হই।”

তাজুল ইসলাম আরও বলেন, যুক্তিতর্কে বহু তথ্যপ্রমাণসহ অভিযুক্তদের কর্মকাণ্ডের বিবরণ যাতে বিশ্ববাসীর কাছে পৌঁছাতে না পারে, সেই কারণেই এ হামলা চালানো হয়েছে।

অপরাধীরা চায় না বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা প্রকাশ পাক। তবে আমরা শেষ পর্যন্ত সেই বাধা অতিক্রম করেছি।”

অপরাধীদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট—অপরাধ করে কেউ পার পাবে না, আর অপরাধীকে রক্ষা করার যে কোনো প্রচেষ্টাও ব্যর্থ হবে। আমরা কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ নই; আমরা কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছি।”

এদিন বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পুরো প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম.এইচ. তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সোবহান তরফদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর