[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৬:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের কাছ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি চুরি হয়েছে।

এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং এক এসআই, এক এএসআই ও পাঁচ কনস্টেবলসহ মোট সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ। তিনি বলেন, ‘কর্তব্যে অবহেলার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, মন্দির এলাকায় ডিউটিরত সদস্যদের থাকার জন্য নির্মাণাধীন একটি ভবনের দোতলায় কক্ষ বরাদ্দ ছিল।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমিয়ে থাকা পুলিশ ও আনসার সদস্যদের পাশ থেকে চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়।

এর মধ্যে একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড গুলি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর